গোপীনাথপুর ইউনিয়ন

আয়তন

গোপীনাথপুর ইউনিয়নের আয়তন ৭,৬০৯ একর (৩০.৭৯ বর্গ কিলোমিটার)।[১]

জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী গোপীনাথপুর ইউনিয়নের মোট জনসংখ্যা ৩৫,৬৬৭ জন। এর মধ্যে পুরুষ ১৭,১৮৮ জন এবং মহিলা ১৮,৪৭৯ জন। মোট পরিবার ৬,৬৯০টি।[১] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১,১৫৮ জন।[২]

ইতিহাস

অবস্থান ও সীমানা

কসবা উপজেলার সর্ব-পূর্বে গোপীনাথপুর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পশ্চিমে কসবা পৌরসভা ও বিনাউটি ইউনিয়ন, উত্তরে আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়ন এবং পূর্বে ও দক্ষিণে ভারতের ত্রিপুরা প্রদেশ অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

গোপীনাথপুর ইউনিয়ন কসবা উপজেলার আওতাধীন ৬নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম কসবা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৬নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৪ এর অংশ।

শিক্ষা ব্যবস্থা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী গোপীনাথপুর ইউনিয়নের সাক্ষরতার হার ৫১.৭%।[১]

গোপীনাথপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত ওয়ার্ড ভিত্তিক গ্রাম সমূহ

আপনার কাংক্ষিত গ্রামে ক্লিক করুন :

ইউপি চেয়ারম্যান

এস.এম.এ মান্নান

ইউপি চেয়ারম্যান


মোবাইল : 01711211744

ফোন (অফিস) :

ফ্যাক্স :

নিজ জেলা : ব্রাহ্মণবাড়িয়া।

স্থায়ী ঠিকানা : গোপিনাথপুর, কসবা, ব্রাহ্মণবাড়িয়া।

সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি/সমমান

একনজরে ইউনিয়ন

 

01.আয়তন                                                          :          ৭৬০৯ হেক্টর

02.লোকসংখ্যা                                                    :          পুরুষ= ১৮৫১৬ জন,

                                                                                          মহিলা= ১৭১৫১ জন,

                                                                                           মোট৩৫৬৬৭ জন।

03.গ্রামের সংখ্যা                                                 :            ৪১

04.সরকারি প্রাথমিক বিদ্যালয়                         :         ২১টি

05.মাধ্যমিক বিদ্যালয়                                        :         ৫টি

06.মহাবিদ্যালয়                                                   :         ১টি

07.মসজিদ                                                           :         ৫৩টি

08.মন্দির                                                              :         ৪টি

09.মেডিকেল কলেজ                                         :         ১টি

10.হাট বাজার                                                      :         ১০টি

11.ডাকঘর                                                           :         ৪টি

12.সরকারি ব্যাংক                                               :         ১টি

13.বেসরকারি ব্যাংক                                          :         ১টি

 

হাট বাজার

০১। গোপীনাথপুর।

০২। গোপীনাথপুর নতুন বাজার।

০৩। জয়নগর

০৪। রাজনগর

০৫। বাড়াই

০৬। চাদেরহাট

০৭। চন্ডীদ্বার

০৮। রামপুর

০৯। ভূঁইয়া মার্কেট

১০। আরু ভুইয়া মার্কেট,ধজনগর

ঈদগাহ

গোপীনাথপুর ইউনিয়নে ছোট বড় ১৯ টি ঈদগাহ আছে। ধজনগর গ্রামে সবচেয়ে বড় ঈদগাহ মাঠ ।এই ঈদগাহ নির্মান করা হয় ২০-০৮-২০১০ইং সালে ।

মন্দির

 

গোপীনাথপুর ইউনিয়নের মন্দিরের তালিকা নিন্মরুপ:

 

০১। গোসাইস্থল নোয়ামুড়া শ্রী শ্রী সনাতন গোসাই মন্দির।

 

০২। চন্ডীদ্বার শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেবা মন্দির।

 

০৩। চন্ডীদ্বার শ্রী শ্রী কালি মন্দির।

 

০৪। চন্ডীদ্বার শ্রী শ্রী ভগবান মন্দির।

 

০৫। দৌলতপুর শ্রী শ্রী কালি মন্দির।