খাড়েরা ইউনিয়ন

খাড়েরা ইউনিয়নের অন্তর্ভুক্ত ওয়ার্ড ভিত্তিক গ্রাম সমূহ

আপনার কাংক্ষিত গ্রামে ক্লিক করুন :

খাড়েরা ইউনিয়নের ইতিহাস

ব্রিটিশ শাসনামলের আনুমানিক ১৮৮৬ সালে খাড়েরা ইউনিয়ন গঠিত হয়।  ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার পশ্চিম দিকে খাড়েরা ইউনিয়নটি অবস্থিত ।

ইউপি চেয়ারম্যান

বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব কবির আহম্মদ খাঁন

ইউপি চেয়ারম্যান


মোবাইল : 01707247388

ফোন (অফিস) :

ফ্যাক্স :

নিজ জেলা : ব্রাহ্মণবাড়িয়া

স্থায়ী ঠিকানা : দেলী,

সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা : অনার্স/সমমান

পূর্ববর্তী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দু

১। আ: রশিদভূইয়া –       (পরপর ২ বার)             গ্রাম- খাড়েরা

২। মো: সিরাজুল ইসলাম –       সোনারগাঁও

৩। এড: ফখরুদ্দীন খাঁন –           দেলী

৪। মোজাম্মেল হক বেনু  –         বুগীর        

৫।মো: মোখছুর রহমান  – ধর্মপুর

যোগাযোগ ব্যবস্থা

কসবা উপজেলা হইতে পাকা রাস্তা চৌমহনী হয়ে খাড়েরা বাসস্ট্যান্ড হয়ে খাড়েরা বাজার ও ইউনিয়ন পরিষদ ।
পাকা রাস্তা:

১। সি,এম,বি হইতে উত্তর দিকে খাড়েরা হইয়া দেলী বাজার ।
২। মনকাশাইর বাজার হইতে ধর্মপূর পর্যন্ত ।
৩। সি,এম,বি হইতে বুগীর হইয়া খেওড়া পর্যন্ত ।
৪। খাড়েরা বাজার হইতে ধামসার পর্যন্ত ।
৫। খাড়েরা সি,এম,বি হইতে গজারিয়া হইয়া   তালতলা পর্যন্ত ।
৬। দেলী হইতে রাধানগর পর্যন্ত সেমি পাকা ।

   কাচা রাস্তা:

১। খাড়েরা বাজার হইতে ধর্মপূর পর্যন্ত ।
২। বুগীর হইতে সোনারগাঁও পর্যন্ত ।
৩। সি,এম,বি হইতে গোলাসার হইয়া সোনারগাঁও পর্যন্ত ।
৪। ধামসার হইতে বড়ুইয়া বাড়ী পর্যন্ত ।
তাছারা অনেক কাঁচা রাস্তা আছে ।