Organization For Soldier Of Truth (OST)

Organization For Soldier Of Truth

This is a non-profit , social and non- political organization.

সন্ধ্যার পরেই এই ত্রাণগুলো নিয়ে বেড়িয়ে পড়েছে আমাদের সদস্যরা , এই গুলোকে ত্রাণ বললে ভুল হবে । এই গুলো আমাদের পক্ষ থেকে সাধারণ অসহায় ও বর্তমান পরিস্থিতির শিকার নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষদের জন্য সামান্য উপহার । আজ রাতের মধ্যেই বিতরন করা শেষ এসব।আমরা চাইনি জনসমাগম করতে ।কারণ জনসমাগমের মধ্যে করোনা ছড়ানোর ঝুঁকি সব থেকে বেশি থাকে। তাই আমাদের সদস্যরা নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়েছে এসব পণ্য।
আমরা একটি ছোট সংগঠন , তার পরও আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করি অসহায় মানুষের পাশে দাঁড়াতে। আমরা এখন পর্যন্ত যা কিছু করেছি তা শুধু মাত্র আল্লাহ তায়ালার রহমত ও আমাদের গ্রামের কিছু বিত্তবান ও মহৎ হৃদয়ের মানুষের আর্থিক সহায়তায় । আমরা এই বৃত্তবান ও মহৎ হৃদয়বানদের আমাদের সংগঠনের পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।
সচেতন থাকি,সচেতন করি,সুন্দর সুস্বাস্থ্যকর সমাজ গড়ি।
এইবার এই ঈদে এই মূল মন্ত্রকে সামনে রেখে মানুষকে সচেতন করতে আমরা মাঠে নেমেছি । সেই ধারাবাহিকতায় বাড়ী বাড়ী যে , মসজিদে মসজিদে লিফলেট বিতরণ করে ও পুরো ইউনিয়নে মাইকিং করে সাধারণ মানুষকে আমরা সচেতন করার চেষ্টা করছি । এবং মানুষজন যেন তাঁদের কোরবানির পশুর বর্জ্য যেখানে সেখানে বা বন্যার পানিতে না ফেলায় তার জন্য খাড়েরা ইউনিয়নের কিছু এলাকায় আমরা গর্ত করে দিয়েছি ।
খাড়েরা উত্তরপাড়া ফোরকানিয়া মাদ্রাসা ও পাঞ্জেগানা মসজিদে কোন প্রসাবখানা না থাকার কারণে মসজিদের মুসল্লিদের বিশেষ অসুবিধায় ভুগতে হতো ।এছাড়াও এই পাঞ্জেগানা মসজিদটি খাড়েরার প্রধান একটি রাস্তার সাথে হওয়ায় মুসাফির সহ এলাকার অনেকেই এই মসজিদে নামাজ পড়তে আসে । কিন্তু মুসল্লীদের মাঝে অনেকেই প্রসাবখানা জনিত সমস্যার কারণে এই মসজিদে জামাত পরতে পারতো না । তাই আমাদের OST-সংগঠন থেকে একটি অস্থায়ী প্রসাবখানা তৈরী করা হয়েছে ।
OST-সংগঠনের কার্যক্রমে সবসময় সকলের সহযোগিতা ও দোয়া কামনা করি। ধন্যবাদ।