বিনাউটি ইউনিয়ন

বিনাউটি ইউনিয়ন

আপনার কাংক্ষিত গ্রামে ক্লিক করুন :

এক নজরে বিনাউটি

ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন কসবা উপজেলাস্ত ৫নং বিনাউটি ইউনিয়ন পরিষদটি কুমিললা-সিলেট মহাসড়কের সৈয়দাবাদ বাসষ্টেন্ডেরঅনতিদুরে প্রাচীন কালের ঐতিহ্যবাহী রাউৎহাট বাজারের দক্ষিণ পাশে  একটি মনোরম পরিবেশে জনবহুল এলাকায় অবস্থিত।  বিনাউটি গ্রামের নামানুসারে  এই ইউনিয়নটির নাম বিনাউটি নামকরন করা হয় বলে প্রতিয়মান হয়। শিক্ষা সাহিত্য সংস্কৃতি আর ব্যবসা বানিজ্যে পরিপূর্ন এই ইউনিয়নটি। হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে এক সোহার্ধ পূর্ন মনোভাবের এক মিলন মেলার বহি প্রকাশ। ইউনিয়নটির উত্তরে ধরখার ইউনিয়ন, দক্ষিণে কসবা পৌরনসভা, পশ্চিমে বাদৈর ইউনিয়ন, পূর্বে গোপীনাথপুর ইউনিয়ন। অত্র ইউনিয়নে নৌ ও স্থল পথে যাতায়ত অত্যন্ত সুবিধাজনক। 

 

বিনাউটি ইউনিয়নের ইতিহাস

প্রায় ১৯৪০ সালে এই ইউনিয়ন প্রতিষ্টিত হয়. বিনাউটি গ্রামের নামে এই ইউনিয়নের নামকরন করা হয়. রাউৎহাট নামক গ্রামে এক সুন্দর পরিবেশে এই ইউনিয়ন টি অবস্খিত ।

 

আয়তন

বিনাউটি ইউনিয়নের আয়তন ৫,৯২৬ একর (২৩.৯৮ বর্গ কিলোমিটার)।[১]

জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বিনাউটি ইউনিয়নের মোট জনসংখ্যা ৩৩,৫২৫ জন। এর মধ্যে পুরুষ ১৬,০৯৮ জন এবং মহিলা ১৭,৪২৭ জন। মোট পরিবার ৬,৩০৭টি।[১] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১,৩৯৮ জন।[২]

ইতিহাস

১৯৪০ সালে বিনাউটি ইউনিয়ন প্রতিষ্টিত হয়। বিনাউটি গ্রামের নামে এ ইউনিয়নের নামকরণ করা হয়।[৩]

অবস্থান ও সীমানা

কসবা উপজেলার উত্তরাংশে বিনাউটি ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পূর্বে গোপীনাথপুর ইউনিয়ন, দক্ষিণে কসবা পৌরসভা ও কসবা পশ্চিম ইউনিয়ন, পশ্চিমে খাড়েরা ইউনিয়ন ও বাদৈর ইউনিয়ন এবং উত্তরে আখাউড়া উপজেলার ধরখাড় ইউনিয়ন ও মনিয়ন্দ ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

বিনাউটি ইউনিয়ন কসবা উপজেলার আওতাধীন ৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম কসবা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৬নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৪ এর অংশ। 

হাট-বাজারের-তালিকা

ক্রমিক

নাম

আয়তন

চান্দিনা ভিটির সংখ্যা

ইজারা মূল্য

ঠিকানা

সৈয়দাবাদ বাজার

০৬ শতক

০১ টি

২৫,৭০০/-

সৈয়দাবাদ বাজার, কসবা, ব্রাহ্মণবাড়িয়া ।

নেমতাবাদ বাজার

১০ শতক

০১ টি

ইজারা হয়নি

নেমতাবাদ বাজার, কসবা ব্রাহ্মণবাড়িয়া ্

১) তিনলাখপীর বাজার

১০০০০ মিটার

১০

১০০০০০

 

২) রাউৎহাট বাজার

    

রাউৎহাট বাজার

০৬ শতক

 

৮০,০০০

রাউৎহাট , কসবা, ব্রাহ্মণবাড়িয়া ।

বিনাউটি ইউনিয়নের মসজিদ সমুহ

জামে মসজিদ২০টি

সৈয়দাবাদ উত্তরপাড়া জামে মসজিদ

সৈয়দাবাদ দক্ষিণপাড়া জামে মসজিদ

সৈয়দাবাদ ম্যাজিষ্টার বাড়ি জামে মসজিদ

সৈয়দাবাদ বায়তুল আমান জামে মসজিদ

সৈয়দাবাদ হাবিবুর রহমান জামে মসজিদ

সৈয়দাবাদ মোড় জামে মসজিদ

সৈয়দাবাদ পশ্চিমপাড়া জামে মসজিদ

সৈয়দাবাদ দক্ষিণপশ্চিম পাড়া জামে মসজিদ

সৈয়দাবাদ পশ্চিম উত্তর পাড়া জামে মসজিদ

সৈয়দাবাদ দক্ষিণপূর্ব পাড়া জামে মসজিদ

বাইতুল আমান জামে মসজিদ

সোলেমানিয়া হাফিজিয়া মাদ্রাসা মসজিদ

হাজীপুর হাই স্কুল মসজিদ জামে মসজিদ

রাউতহাট বাজার জামে মসজিদ

খিদিরপুর জামে মসজিদ

বিনাউটি দক্ষিণপাড়া জামে মসজিদ

সৈয়দাবাদ পশ্চিমপাড়া জামে মসজিদ

সৈয়দাবাদ দক্ষিণপাড়া জামে মসজিদ

সৈয়দাবাদ মধ্যপাড়া জামে মসজিদ

মন্দির

 

মন্দির-০৩টি

শ্রী শ্রী বিনাউটি কালী মন্দির

শ্রী শ্রী ভরাজাঙ্গাল শৈলনের বাড়ীর মন্দির

শ্রী শ্রী অরুনদাস মন্দির

ঈদগাহ

 

ঈদগাহঃ ০৮টি

 ১। সৈয়দাবাদ মাদ্রাসা ঈদগাহ মাঠ

২। চান্দাইসার ঈদগাহ মাঠ

৩। বিনাউটিদক্ষিণপাড়া ঈদগাহ মাঠ

৪। নেমতাবাদ উত্তরপাড়া ঈদগাহ মাঠ

 

কবরস্থান

 

কবরস্থান-০৪টি

বিনাউটি উত্তরপাড়া কবরস্থান

বিনাউটি দক্ষিণপাড়া কবরস্থান

বিনাউটি পশ্চিমপাড়া কবরস্থান

বিনাউটিস মধ্যপাড়া কবরস্থান