দেলী

দেলী গ্রাম

 

আমার গ্রামের নাম দেলী।  এই গ্রামে আমার জন্ম তাই আমি গর্বিত। আমার গ্রাম খাড়েরা ইউনিয়ন এ-র ১ ও ২ নং ওয়ার্ড এ-র অন্তর্ভুক্ত। এ-ই গ্রামের উওর  এ মান্দারপুর, দক্ষিণে খাড়েরা, সোনার গাও, রাধানগর অবস্থিত, পূর্বে ধামসার, বড়িয়াবাড়ি, মনকাশাইর,পশ্চিম এ পাতাইসার অবস্থিত। গ্রামের উল্লেখ্য যোগ্য স্থান হল দেলী কেন্দ্রীয় জামে মসজিদ, দেলী পাতাইসার উচ্চ বিদ্যালয় এবং খেলার মাঠ। দেলী বাজার, দেলী গরু বাজার, দেলী পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, দেলী নাদিয়াতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। কিভাবে আমাদের গ্রামের নাম দেলি!

১৯১০-১২ সালে ব্রিটিশ সরকার কর্তৃক গ্রামের তালিকায় এর নাম হল ‘দেব্জ'(debj)

কিন্তুু গ্রামটি মুসলিম অধ্যুষিত, ‘দেব্জ'(debj) থেকে দেলি নামকরন হতে পারে।  উল্লিখিত শব্দার্থ থেকে নাম বের করা কঠিন, অন্য একটি মতামত এ গ্রামের চারপাশের বিস্তৃত  জমিতে ‘ঢেলা’ বিরাজমান। পার্শ্ববর্তী গ্রামের মানুষ এ গ্রামে আসতো জমির মাটির ঢেলা ডিঙ্গিয়ে। তাই পার্শ্ববর্তী গ্রামের মানুষ এ গ্রামের এক মামা কে দেলি বলত। গ্রহণযোগ্য মতামত হলো – গ্রামের এক আদি নিবাসী বারান্দা ও সিড়ি দিয়ে একটি সুন্দর বাড়ি নির্মান করে। তাই সংস্কৃত ‘দেহলি’ শব্দ থেকে ‘দেলি’

 নামকরণ করা হয়েছে। ‘দেহলি’ শব্দের অর্থ  সিড়ি।।

দেলী_kasba_info55
দেলী_kasba_info28
দেলী_kasba_info54
দেলী_kasba_info38
দেলী_kasba_info39
দেলী_kasba_info8
দেলী_kasba_info34
দেলী_kasba_info42
দেলী_kasba_info25
দেলী_kasba_info44
দেলী_kasba_info53
দেলী_kasba_info12
দেলী_kasba_info50
দেলী_kasba_info57
দেলী_kasba_info47 (2)
দেলী_kasba_info21
দেলী_kasba_info13
দেলী_kasba_info7
দেলী_kasba_info18
দেলী_kasba_info5
দেলী_kasba_info52
দেলী_kasba_info49
দেলী_kasba_info30
দেলী_kasba_info48
দেলী_kasba_info11
দেলী_kasba_info40
দেলী_kasba_info32
দেলী_kasba_info45
দেলী_kasba_info39 (2)
দেলী_kasba_info22
দেলী_kasba_info19
দেলী_kasba_info31
দেলী_kasba_info41
দেলী_kasba_info2
দেলী_kasba_info16
দেলী_kasba_info59
দেলী_kasba_info33